এই প্রজন্মের জনপ্রিয় সংগীত তারকা সাবরিনা পড়শী। গানে গানে পার করেছেন প্রায় ১৬টি বছর। এখন গানে ও নাটকে তাঁর ব্যস্ততা বেড়েছে। নিয়মিত নতুন গান প্রকাশসহ স্টেজ শোও করছেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের চেনা যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে। বিয়ে ও বিভিন্ন প্রসঙ্গে পড়শীর সঙ্গে কথা বলেছেন-পান্থ আফজাল
১৫ বছর ধরে নীলয়ের সঙ্গে পরিচয়; অবশেষে বিয়ে, বিষয়টি সত্য কি?
হ্যাঁ, একদম সত্য। আর আমি সব কিছু কিন্তু আমার ভেরিফাইড পেইজে শেয়ার করেছি। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাইবোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই সবার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি শেয়ার করেছি।
যদিও সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। আসলে আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই নিজের পেইজে দেই না, যতক্ষণ পর্যন্ত সেগুলো সঠিক না হয়। অথেনটিক হলেই সেগুলো আমার পেইজে দেই। সো, নীলয়ের সঙ্গে পরিচয়, আকদ ও বিভিন্ন বিষয় সেখানে দিয়েছি সবাইকে নিশ্চিত করেই।
তার মানে শুধু আকদ হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি?
হ্যাঁ। গত বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে শুধু আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাক্সক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করব।
এখন প্ল্যানিং চলছে। শিগগিরই হাজব্যান্ড দেশে আসবেন। তখন প্ল্যানিং করে দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। সেটা এ বছর না হলেও পরের বছর করব আশা করছি।
কীভাবে নীলয়ের সঙ্গে পরিচয়, প্রেম ও পরিণয়?
নীলয়ের সঙ্গে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি, এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।
এবার অন্য প্রসঙ্গে আসি, নতুন গান আসবে?
ইমরান ভাইয়ের সঙ্গে একটি নতুন গান কিছুদিন আগেই তো প্রকাশ হলো। এখন গান নয়, নাটক নিয়ে ব্যস্ত রয়েছি। মহিদুল মহিমের পরিচালনায় জোভানের সঙ্গে একটি কাজ করেছি। আর একটি কাজ শুরু করেছি তৌসিফের সঙ্গে, যেটির নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
কাজগুলো কি ভ্যালেন্টাইন না ঈদের জন্য?
সেটা বলতে পারব না। তবে আমি সর্বদা রোজার আগে থেকেই সব প্রজেক্ট শেষ করে ফেলি।
এরপর সেটা ভ্যালেন্টাইন উপলক্ষে নাকি ঈদের জন্য প্রচার হবে, সেটা নির্মাতা-প্রযোজকই সিদ্ধান্ত নেন।
এখন তো প্রযোজক পড়শী বলা যাবে, তাই না?
হা-হা-হা... গানের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ তো অনেক আগেই হয়েছে। এবার অবশ্য নাটক প্রযোজনা করেছি। মাঝে মাঝেই করব। আবার অন্য কেউও করতে পারে, সেটা বিষয় না। আসলে আমি তো অভিনয়শিল্পী নই। তাই সব ধরনের গল্পে অভিনয় করা সম্ভব নয়। সব কিছু দর্শকের পছন্দের ওপর নির্ভর করবে, নিয়মিত অভিনয় করব, কি করব না।
বড়পর্দার নায়িকা হিসেবে ফের দেখা যাবে কি?
আপাতত সিনেমায় অভিনয় করতে আগ্রহী নই।
আমি মনে করি, সিনেমা করতে যে দক্ষতা লাগে সেটা আমার নেই। তবে মুভির জন্য গান করব। এই তো একটা মুভিতে ভয়েজ দিলাম। নিয়মিত গান, ভয়েজ দিচ্ছি, সেটাই বেশ।
নতুন বছরে আর কোনো নতুন পরিকল্পনা রয়েছে?
নতুন বছরে নতুন নতুন গান করার পরিকল্পনা রয়েছে। বেছে বেছে আরও ভালো গান করব। নিজের চ্যানেলের জন্য গান করছি, সামনেও করব আরও। আর ইউটিউবে আমার যে চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের করা আমার কিছু নাটক প্রকাশ পাবে।
যদি ভালো সাড়া পাই তাহলে নাটকের জন্য আলাদা চ্যানেলও খুলব। এই তো!