অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল পুবাইল গিয়ে শুটিং স্পট ঘুরে আসার। তো সময় মিলিয়ে রওনা দিলাম পুবাইলের ভাদুন গ্রামে। কিন্তু বাদ সাধল বৃষ্টি। সারা দিন অবিরাম ধারায় শহর-নগর ধুয়ে দিচ্ছে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই গাড়ি নিয়ে চলে গেলাম পুবাইলের ‘হাসনা হেনা’ শুটিং স্পটে, যেখানে চলছে অনন্য ইমনের নির্মাণে নতুন একটি একক নাটকের শুটিং। ক্যামেরার সামনে সংলাপ ডেলিভারি দিচ্ছিলেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। একপর্যায়ে বৃষ্টির কারণে কিছুটা সময় বিরতি শুটিংয়ের। এরপর আবার শুটিং। কিছুটা সময় সেখানে কাটিয়ে, নির্মাতা-কলাকুশলীদের সঙ্গে কথা বলে ঝিরঝির বৃষ্টির মধ্যেই রওনা দিলাম কাছের ভাদুন গ্রামের বাদশা ভাইয়ের বাড়িতে, যেখানে চলছে গুণী নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক ‘ফুলগাঁও’ এর শুটিং। শুটিং স্পটে আমাকে দেখেই নিজেই শুটিং ফেলে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানালেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। অবাকও হলেন আমাদের দেখে। এরপর বসতে বলে আবার শুটিং শুরু করলেন। ‘ফুলগাঁও’ এর শেষ লটের শুটিং চলছিল। মাত্র দুই দিন বাকি। শুটিংয়ে সেদিন ছিল রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিনসহ বেশ কিছু নতুন শিল্পী। শুটিং বিরতি দিয়ে সালাহউদ্দিন লাভলু ও রওনক হাসান বসলেন কথার ঝাঁপি নিয়ে। সালাহউদ্দিন লাভলু জানালেন, ‘ফুলগাঁও’ লিখেছেন মাসুম রেজা। সে খুব যত্ন করে নাটকটি লিখেছেন। তাঁর সঙ্গে অনেক কাজ করেছি। এই নাটকের বিশেষত্ব হচ্ছে, একটি হাসিখুশি মানুষের ফুলের গ্রাম নিয়ে এই নাটকের গল্প, যে গ্রামের সবাই ফুল চাষ করে। কেউ ফুল বাগানে কাজ করে। কেউ ফুলের চিকিৎসক, কেউ ফুল চাষিদের সমিতি নিয়ে ব্যস্ত; যদিও এখন ভাদুন গ্রামে বাদশার বাড়িতে শুটিং করছি, তবে গল্পের প্রয়োজনে গোলাপ গ্রামেও হয়েছে শুটিং। আর এই নাটকে আমি অভিনয় করছি না। এতে আরও আছে রহমত আলী, তুষার খান, আ খ ম হাসান, ওয়াহিদা মল্লিক জলি, জয়রাজ, সোহেল খান, আরফান আহমেদ ছাড়াও নতুন কিছু মুখ। নাটকের গল্পটাও অন্যরকম। আশা করছি দর্শক পছন্দ করবেন।’
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
শুটিং স্পট থেকে...
বৃষ্টি উপেক্ষা করে ভাদুন গ্রামে শুটিং
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর