জনবহুল নগরীতে বিমান প্রশিক্ষণের ব্যাপারটি মেনে নিতে পারছেন না জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার আবুল হায়াত। তিনি বলেন, ‘এটা ভাবার সময় এসেছে। কর্তৃপক্ষ ভাববে, তাদের ভাবতে হবে। একটা অ্যাকসিডেন্ট হয়ে গেল। আমাদের সতর্ক হতে হবে এ রকম ঘটনা যেন আর না ঘটে।’ তিনি আক্ষেপ নিয়ে বিষাদচিত্তে বলেন, ‘ফুলগুলো অকালে ঝরে গেল। ফুলগুলো সৌরভ ছড়াতে পারল না। এসব ফুল নিয়ে পরিবারের কত স্বপ্ন ছিল। আহারে! সব স্বপ্ন শেষ হয়ে গেল।’ আবুল হায়াত বলেন, ‘টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছি। নিউজ দেখলেই কেমন যেন লাগে। বুকে ব্যথা হয়, কিছুই ভালো লাগে না। তাই আপাতত টেলিভিশন দেখছি না, চুপচাপ সময় কাটাচ্ছি। এসব দৃশ্য দেখা যায় না। দেখা সম্ভবও নয়। খারাপ লাগে।’
তিনি বলেন, ‘কোমলমতি শিশুরা হারিয়ে গেল। তাদের অভাব কোনো দিনও পূরণ হবে না। পবিত্র মুখগুলো অভিভাবকরা আর দেখতে পাবেন না। ফুলগুলো অকালে ঝরে গেল, এই কষ্ট নিতে পারছি না। অনেক শিশু হাসপাতালে ভর্তি আছে। যারা ভর্তি আছে তাদের সুস্থতা কামনা করছি। তারা পুরোপুরি সুস্থ হোক, আবার সুন্দর করে জীবন শুরু করুক। আর যারা হারিয়ে গেছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাদের ভালো রাখুন।’