ক্যাপিটাল ড্রামার প্রতিটি নাটক নিয়েই সব সময় সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে আলোচনা তুঙ্গে থাকে। তারই ধারাবাহিকতায় ক্যাপিটাল ড্রামার নতুন নাটকের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘ফান্দা’ নামের এই থ্রিলার প্রজেক্টের প্রথম লুকে যে মুডটা তৈরি হয়েছে, তা একেবারেই রহস্যময়তায় ভরপুর। যেখানে অপরাধ, প্রতিশোধ বা থ্রিলিং কাহিনির ইঙ্গিত স্পষ্ট। পোস্টারে শোভা পাচ্ছে একজন নারীর চুরি পরা হাত। হাতে একটি ধারালো কুড়াল বা হাঁসুয়া ধরনের অস্ত্র। কালচে লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝানো হয়েছে হিংসা, প্রতিশোধ, রহস্যময়তা। অন্যদিকে হেডলাইনে ‘গেজ হু?’ লিখে একেবারে অন্যরকম সাসপেন্স তৈরি করা হয়েছে যে, কে এই চরিত্র? যা ভক্ত বা দর্শককে এই চরিত্র ও গল্পটি নিয়ে ভাবতে বাধ্য করছে। আর টাইটেল ‘ফান্দা’ নামটাই রহস্যময় এবং ভয়ংকর প্রতিধ্বনি তৈরি করেছে সবার মধ্যে, যা ফাঁদ বা চক্রান্ত ইত্যাদির ইঙ্গিত বহন করেছে। তবে খেয়াল করলে দেখা যাবে, ‘ফান্দা’র ইংরেজি শব্দের ‘এ’ এর মধ্যে একটি মৃত্যুর প্রতীক (খুলি) ও একটি ঘোড়ায় চড়া লোকের শ্যাডো, যা পশ্চিমা রিভেঞ্জ বা ওয়াইল্ড ওয়েস্ট থিমের মতো ভাবনার খোরাক জুগিয়েছে। সব মিলিয়ে পোস্টারটিকে একেবারে ইনট্রিগিং ও মেমোরেবল বানিয়েছে। যেখানে চরিত্রের পরিচয় না দিয়ে, বরং দর্শককে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। প্রতিবারের মতোই নতুন নাটকের পোস্টার নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে এবার নাটক নিয়ে নয়, বরং নাটকে কে আছেন বা এই চুড়ি পরা ধারালো অস্ত্র ধরা হাতটি কার সে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাদের পছন্দের অভিনেত্রীর নাম বলছেন, যে এ নাটকে তাকে দেখতে চাই। তবে সব প্রশ্নের উত্তর মিলবে আজ সন্ধ্যা ৬টায় ক্যাপিটাল ড্রামার পেজে, যেখানে নাটকের অভিনেতা-অভিনেত্রীর মূল পোস্টারটি ছাড়া হবে। তখন রহস্য উন্মোচন হবে আসলে কে কে আছেন এই ‘ফান্দা’ নাটকে। বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামা চ্যানেলের নতুন এ নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ। অসীম রহস্যে ঘেরা ‘ফান্দা’ আসবে ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।
শিরোনাম
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
- দাখিলের অষ্টম শ্রেণিতে বৃত্তির নীতিমালা প্রকাশ
- টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
- বান্দরবানে তল্লাশি চালিয়ে অননুমোদিত কাঠ ও ফার্নিচার জব্দ
- কর্মস্থলে অনুপস্থিত থাকায় এসপি শাহ নূর বরখাস্ত
- মাভাবিপ্রবির ৩৪ কর্মচারীর দ্রুত নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
ক্যাপিটাল ড্রামার নতুন নাটকের রহস্যময় পোস্টার
একটি হাত, হাজার প্রশ্ন
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর