'ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে সেলিম আল দীন, বাঙলা নাট্য কভু নয় দীনহীন'-এ স্লোগানে স্বপ্নদল আয়োজিত চলমান 'নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব_২০১৪'র শেষদিনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'। গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রদর্শনীতে অতিথি ও উৎসবের সমাপনী বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি এবং শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
রবীন্দ্রনাথ ১৮৯২-এ মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'।