পরিবার পরিকল্পনা
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'পরিবার পরিকল্পনা'। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরী'র রচনায় নাটকটি যৌথখাবে পরিচালনা করেছেন আতিক জামান ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন- মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী,
আ খ ম হাসান, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, সুষমা, গোলাম হাবিবুর রহমান, কুমকুম হাসান, লায়লা হাসান প্রমূখ। 'একই নামের দু'জন মানুষ।
তৃতীয় মাত্রা
চ্যানেল আই'র প্রতিদিনের আয়োজন সামপ্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণফোন তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন জিল্লুর রহমান। অনুষ্ঠানটি প্রতিদিন প্রচার হবে আজ
রাত ১ টায়।
লাইভে আরিফুল ইসলাম মিঠু
মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান 'তোমায় গান শোনাবো'-তে গান পরিবেশন করবেন জনপ্রিয় গজলশিল্পী আরিফুল ইসলাম মিঠু। অনুষ্ঠানটি আজ রাত ১১টায় দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সঙ্গীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন সাইফুল ইসলাম।
কালান্তরের শেষ পর্ব আজ
এটিএন বাংলার প্রচার চলতি ধারাবাহিক নাটক 'কালান্তর' এর সমপ্রচার শেষ হচ্ছে। আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটির শেষ পর্ব। পান্থ শাহরিয়ার এর রচনা এবং সৈমো নজরুলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, তারিন, ইন্তেখাব দিনার, সুইটি, বিজরী, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, বড়দা মিঠু প্রমুখ। হায়দার সাহেব একজন ব্যবসায়ী। এক কথায় বিত্তবান যাকে বলে। স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ে ও নাতনীকে নিয়ে তার সাংসারিক জীবন।
নাটক 'সত্য পাহাড়'
ধারাবাহিক নাটক 'সত্য পাহাড়' বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫মিনিটে। লিটু সাখাওয়াত-এর রচনা ও সকাল আহমেদ-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, কুসুম সিকদার, ফারাহ রুমা, সাইদ বাবু, মাজনুন মিজান, লুৎফর রহমান জর্জ, স্বাগতা, ভাবনা, আরফান, মনিরা মিঠু, হাফিজ, বড়দা মিঠু, উৎপল প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ১৫মিনিটে।
Eco Plus রান্নাঘর
আবু জাফর রায়হান এর প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান Eco Plus রান্নাঘর'। প্রতিটি পর্ব একজন উপস্থাপক দ্বারা সম্পন্ন হবে। অংশগ্রহণকারী হিসেবে প্রতি পর্বে অংশ নেবেন একজন শিক্ষানবিশ ও একজন সেলিব্রেটি। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুন ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে। এটি প্রচার হবে এসএ টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে।