চন্দনা মজুমদারের কণ্ঠে এবার শোনা যাবে শাহ আব্দুল করিমের গান। প্রয়াত এই সুফিসাধকের ১০টি গান নিয়ে অ্যালবাম করেছেন চন্দনা। অ্যালবামের নাম 'বসন্ত বাতাসে'। অ্যালবামটি প্রকাশ হয়েছে। গানগুলোর রেকর্ডিং করা হয়েছে কলকাতায়। সংগীতায়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। গানগুলোর শিরোনাম 'আমার বন্ধুরে কই পাব সখী গো', 'বসন্ত বাতাসে সই গো', 'আমি কূলহারা কলঙ্কিনী', 'গান গাই আমার মনরে বুঝাই', 'কোন মেস্তরি নাও বানাইছে' প্রভৃতি। অ্যালবাম প্রসঙ্গে চন্দনা বলেন, 'লালনের গান বেশি গাইলেও অন্যান্য গীতিকবির গানও আমাকে টানে। শাহ আবদুল করিম তাদের একজন। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।'