বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের খবর চাউর হওয়ার পর বিষয়টিকে অস্বীকার করেছিলেন আনুশকা। সম্প্রতি টানা পাঁচ দিন ধরে আনুশকার বাড়িতে অবস্থান করেছেন বিরাট। এবার আনুশকা কী বলবেন?
মুম্বাইয়ের ইয়ারি রোডে আনুশকার বাড়িতে বন্ধু-বান্ধবদের সঙ্গে গত ৩১ ডিসেম্বর বর্ষবরণ উৎসবে মেতে উঠেছিলেন বিরাট। সারা রাত ফূর্তি করে পরদিন আনুশকার বাড়ি ত্যাগ করেন। ঘটনার এখানেই শেষ নয়। আনুশকা সম্প্রতি জুহুতে তিনটি ফ্ল্যাট কিনেছেন। আনুশকার নতুন বাড়িতে দেখা গেছে বিরাটকে। টানা পাঁচ দিন তিনি সেখানে ছিলেন।
এ বিষয়ে এখনো কেউ মুখ খুলেননি।