নিজের ছেলের স্ত্রী হিসেবে মেরিল স্ট্রিপের প্রথম পছন্দ কেটি হোমস। নতুন ছবি 'দ্য গিভার'-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। কাজের খাতিরে এখন তারা হয়েছেন একে অন্যের ভালো বন্ধু। আর তাই হোমস যখন স্ট্রিপকে জানান নিজের জন্য সঙ্গী খুঁজছেন তিনি, তখন সবচেয়ে প্রথম নিজের ছেলের কথা মনে হয় স্ট্রিপের। শুটিংয়ের ফাঁকে একে অপরের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। সিনিয়র সহশিল্পী স্ট্রিপকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ খোলামেলাভাবে বলেছেন হোমস। আর স্ট্রিপ সিদ্ধান্ত নিয়েছেন, হোমসকে নিজের ছেলে হেনরির ছবি দেখাবেন। সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে হোমসের রয়েছে সাত বছর বয়সী মেয়ে সুরি।