ছ'ছটি সন্তানেও মন ভরছে না হলিউডের হট জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। ফের এক শিশু কন্যা দত্তক নিতে চলেছেন ব্র্যাঞ্জেলিনা জুটি। তবে বাকি সন্তানদের সম্মতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ছয় সন্তানের তিনজন অবশ্য দত্তক নেওয়া। বাকি তিনজন টেস্টটিউব জাত সন্তান। সপ্তম সন্তানের মা-বাবা হতে সম্প্রতি তারা জর্ডান থেকে শিশু দত্তক নেওয়ার কথা চিন্তা করেছিলেন। কিন্তু সেখানে কিছু সমস্যার কারণে তাঁরা ইথিওপিয়ার এক অনাথ আশ্রমে কথা বলবেন বলে জানা গেছে। অনাথ শিশুদের এত আপন করে নেওয়ার ইচ্ছা অনেকেরই থাকে না। কিন্তু, অ্যাঞ্জেলিনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তিনি দীর্ঘদিন ধরে অনাথ শিশুদের নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছেন। কাড়ি কাড়ি অর্থ ব্যয় করছেন। মা-বাবা হারা শিশুদের নিজের সন্তান হিসেবে বুকে টেনে নিচ্ছেন। আর স্বামী ব্রাড পিটেরও তাতে নেই কোন আপত্তি।
ব্রাঞ্জোলিনা জুটির এ উদ্যোগ সব জায়াগায়ই প্রশংসা কুড়াচ্ছে।