মহানায়িকা সুচিত্রা সেনের হাসপাতালে কেটে গেছে টানা ২০ দিন। এবার তিনি ঘরে ফিরে যেতে চান। চিকিৎসকদের এই ইচ্ছের কথা জানিয়েছেনও তিনি।
কিন্তু চিকিৎসাতো এখনও বাকি। তাই পরবর্তী চিকিৎসা মহানায়িকার মর্জি মেনেই হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ লক্ষ্যে সুচিত্রা সেনের মন ভালো রাখতে মিউজিক থেরাপির পন্থা বেছে নিয়েছে মেডিকেল বোর্ড।
রোগযন্ত্রণা ভুলিয়ে দিতে বুধবারই মহানায়িকার বাড়ি থেকে নার্সিংহোমে এসেছে মিউজিক সিস্টেম। সেইসঙ্গে সুচিত্রা সেনের প্রিয় মিশনের প্রার্থনা সঙ্গীতের সিডিও দিয়ে গেছেন মেয়ে মুনমুন সেন।
জানা গেছে, বুধবার রাতে ফের শ্বাসকষ্ট হয়েছে সুচিত্রার। কিন্তু চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়েছেন, তিনি ক্রমশ সঙ্কট কাটিয়ে উঠেছেন। তবে এখনও তার অক্সিজেন মাস্ক খোলা হয়নি।