কেওড়াতলা মহাশ্মশানে মহানায়িকা সুচিত্রা সেনের শেষকৃত্য করা হবে। জানা গেছে, তার পরিবারের ইচ্ছানুযায়ী কাঠের চুল্লিতেই তার মরদেহ পোড়ানো হবে। তবে কিভাবে গোটা বিষয়টি পরিচালিত হবে তা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা চলছে। সেই আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।
শুক্রবার সকাল আটটা ২৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন মহানায়িকা।