* ১৯৩১ সালের ৬ এপ্রিল সেনহাটির জমিদারবাড়ির মাতুলালয়ে সুচিত্রা সেনের জন্ম। বেড়ে ওঠেন পাবনার দিলালপুরে।
পিতার দেওয়া নাম রমা দাস গুপ্ত। আদর করে কৃষ্ণা নামেও ডাকতেন বাবা।
* ১৯৪৭ সালে শিল্পপতি আদিনাথের ছেলে দিবানাথের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন রমা। বিয়ের পর রমা গুপ্ত হন রমা সেন।
* ১৯৪৮ সালে মেয়ে মুনমুন সেনের জন্ম।
* ১৯৫২ সালে রমার চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক। ওই বছর কাজ করেন 'শেষ কোথায়' চলচ্চিত্রে। যদিও চলচ্চিত্রটি
মুক্তি পায়নি।
* ১৯৫৩ সালে প্রথম মুক্তি পায় চলচ্চিত্র 'সাত নম্বর কয়েদী'। ওই বছরই উত্তম কুমারের সঙ্গে জুটিবদ্ধ 'সাড়ে চুয়াত্তর'
চলচ্চিত্রটিও মুক্তি পায়।
* ১৯৬২ সালে উত্তম-সুচিত্রা জুটির পর্দা বিচ্ছেদ। ১০ বছরে ২৫টি ছবিতে অভিনয় করার পর ১৯৬৬ সাল পর্যন্ত একসঙ্গে
আর কাজ করেননি তারা। ৬৭ থেকে ৭৮ সাল পর্যন্ত মাত্র পাঁচটি ছবিতে কাজ করেছিলেন এ জুটি।
* ১৯৬৩ মস্কো চলচ্চিত্র উৎসবে 'সাত পাকে বাঁধা' ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান লাভ করেন সুচিত্রা সেন।
* ১৯৬৭ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে হিন্দি 'মমতা' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
* ১৯৬৯ সালের ২৮ নভেম্বর স্বামী দিবানাথ সেনের মৃত্যু।
* ১৯৭২ সালে পদ্মশ্রী খেতাব প্রাপ্তি।
* ১৯৭৬ আবারও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে 'আধিঁ' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ।
* ১৯৭৮ সালে অভিনয় থেকে অবসর গ্রহণ। এ বছর মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি 'প্রণয় পাশা'। সিদ্ধান্ত নেন
জনসম্মুখে আর আসবেন না।
* ১৯৮৭ সালে সরকারি পরিচয়পত্রের ছবি তুলতে শেষ সবার সামনে আসা।
* ২০০৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রত্যাখ্যান।
* ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 'বঙ্গবিভূষণ' সম্মাননা লাভ।
* ২০১৩ সালের ২৩ ডিসেম্বর অসুস্থ হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি।
* ২০১৪ সালের ১৭ জানুয়ারি সকাল প্রায় ৯টায় পরলোক গমন।