দীর্ঘ প্রায় ২৫ বছরের অভিনয় জীবনে মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করেছেন ৬২টি চলচ্চিত্রে। এর মধ্যে ৫৪টিই বাংলা। তার চলচ্চিত্র জীবনও শুরু হয়েছিল বাংলা ছবি দিয়েই। প্রতিটি ছবিতে অসাধারণ অভিনয় করে অল্প সময়ে জীবন্ত কিংবদন্তিও হয়ে উঠেছিলেন তিনি। অথচ বাংলা ছবির সেরা নায়িকা হিসেবে জীবনে একবারও তাকে কলকাতা সরকার বা চলচ্চিত্র জগত পুরস্কৃত করেনি। মহানায়িকার প্রতি এই কৃপণতা ব্যথিত করেছে তার ভক্তদের। তার মৃত্যুর পরেও ভক্তদের বারে বারে এই আক্ষেপ করতে দেখা গেছে। সুচিত্রা সেন প্রথম পুরস্কার লাভ করেন মস্কো চলচ্চিত্র উৎসব থেকে। ১৯৬৩ সালে 'সাত পাকে বাঁধা' চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয় তাকে। এ ছাড়া কলকাতার একটি চলচ্চিত্র সংগঠন বিএফজে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তাকে চারবার পুরস্কৃত করে। এগুলো হলো_ ১৯৬১ (সপ্তপদী), ১৯৬৩ (উত্তর ফাল্গুনী), ১৯৭২ (আলো আমার আলো) এবং ১৯৭৫ (আধিঁ, হিন্দি)। এ ছাড়া ১৯৬৭ সালে হিন্দি 'মমতা' ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন তিনি। এসবই ছিলো বিদেশী, হিন্দি এবং ভক্তদের সংগঠন থেকে দেওয়া পুরস্কার। যদিও ২০১২ সালে পশ্চিম বঙ্গ সরকার তাকে 'বঙ্গবিভূষণ' সম্মাননা দেয়, তবে সেটি ছিল আজীবন কর্মের স্বীকৃতি। কিন্তু কলকাতা সরকার কেন তাকে কোনো ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়নি- এই আক্ষেপ দুই বাংলার সুচিত্রা ভক্তদের।