ঢাকা: জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
গতকাল শুক্রবার মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিন তিনি এটি সংগ্রহ করেন।
এর আগে গত বুধবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়িকা রত্মা। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিসের স্ত্রী অ্যাডভোকেট ঈশিতা তাসমিন ও ফালগুনী হামিদ।
অন্যদিকে, ফরিদপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য নিলুফার জাফর উল্যাহ, নারায়ণগঞ্জ-৪ থেকে সারাহ বেগম কবরী, ঢাকা-৪ থেকে সানজিদা খানম ও কুষ্টিয়া-৪ থেকে সুলতানা তরুণ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার মোট মনোনয়নপত্র বিতরণ হয়েছে ২২৭টি। প্রথম দিন সংগ্রহ করেছেন ২১০ জন এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৫ জন। আর শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগের ৩৮ আসনের বিপরীতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮২২ জন।