এবার মামলা হল বলিউডের খোলামেলা নায়িকা শার্লিন চোপড়ার বিরুদ্ধে। তার আলোচিত ছবি ‘কামসূত্র থিডি’ ছবির পরিচালক রূপেশ পাল পাঁচ কোটি টাকার ক্ষতিপূরনের এ মামলাটি করেন ।
জানা গেছে, রূপেশ পাল পরিচালিত কামসূত্র থ্রিডি সিনেমায় অভিনয় করেন শার্লিন। কিন্তু সিনেমাটির ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে শার্লিন না আসায় তার উপর খুবই বিরক্ত হন রূপেশ। এক প্রতিক্রিয়ায় রূপেশ শার্লিনকে ‘অপেশাদার’ বলে অভিহিত করেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপেশের বিরুদ্ধে বিবাদ শুরু করেছেন শার্লিন। টুইটারেও তারা বিবাদে জড়িয়ে পড়েছেন।
শুধু তাই নয়, টুইটারে রূপেশকে আক্রমণ করেছেন শার্লিন। এর ভিত্তিতে রূপেশ শার্লিনের নামে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এর পরই রূপেশ টুইটারে শার্লিনের করা অবমাননাকর আক্রমণের ভিত্তিতে পাঁচ কোটি রূপির ক্ষতিপূরণ মামলা দায়ের করেন।