এবার মা হচ্ছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তবে অনাগত সন্তানের মুখ দেখতে আরো দুই মাস অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। পূর্ণিমা বর্তমানে চট্টগ্রামে শ্বশুড়বাড়িতে আছেন। গত পাঁচ ছয়মাস ধরে সেখানেই আছেন তিনি। তার স্বামী ফাহাদ জামিলও তার সঙ্গে চট্টগ্রামে রয়েছেন।
ইতোমধ্যে পূর্ণিমা হাতে নতুন কোন কাজ নেননি। সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় 'ছায়া-ছবি' ছবিতে ও 'গেইম' নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।