হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ বিয়ে করতে যাচ্ছেন। আর তার কনে হিসেবে পাচ্ছেন প্রেমিকা অ্যাম্বার হার্ডকে।
এদিকে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি জনি ডেপ-অ্যাম্বার হার্ড জুটি বাগদান সম্পন্ন করেছেন।
আর পিপল ম্যাগাজিনের খবর, 'জীবনের বাকি সময় তারা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।'
উল্লেখ্য, সাবেক সঙ্গী ভ্যানেসা প্যারাডিসের সঙ্গে জনি ডেপের দুটি সন্তান আছে। তাদের সঙ্গে হার্ড ভালো সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। ডেপের সঙ্গে হার্ডের বাগদানের খবর সম্প্রতি তাদের ঘনিষ্ট মহলে জানাজানি হয়েছে। তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে তারা কিছু বলেননি।