নানা বিতৃকের জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছেন কিম কারদেসিয়ান। তবে এবারের খবরটি সম্পূর্ণ ভিন্ন। এক নয়, দুই নয়, অন্তত ছয় সন্তানের মা হতে চান মার্কিন টিভি তারকা ও অভিনেত্রী কিম কারদেসিয়ান।
বর্তমানে তার নর্থ নামের সাত মাসের একটি মেয়ে রয়েছে। তাকে লালন পালনের অভিজ্ঞতা থেকে আরো সন্তানের মা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
একটি টক শো অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি সবসময়ই অন্তত ছয়টি সন্তান চেয়েছি। নর্থকে পাওয়ার পর এটা আরো বেশি চাই।'
কেনি ওয়েস্টের সাথে জুটি বাধার পর থেকেই সন্তান নিতে আগ্রহী হলেও গর্ভবতী হওয়া কিমের শরীরের জন্য সুখকর নয়। প্রথম সন্তান জন্মের আগে শারীরিক ভাবে বেশ ফুলে উঠেছিলেন তিনি। যার ফলে তার এবং সন্তানের জন্যই বিপদজনক হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য গর্ভবস্থায় বিপদের আশংকা করে কিম নিজেই বলেন, সন্তানের জন্ম হয়ে গেলে খুবই ভালো। তবে এর জন্য অবশ্যই ভুগতে হয়। কারণ আমার জন্য গর্ভাবস্থার অভিজ্ঞতা ভালো নয়।
প্রসঙ্গত, কিম কারদেসিয়ান ও কেনি ওয়েস্ট এখনো বিয়ে করেননি। নর্থ তাদের ‘ভালোবাসার’ সন্তান।