বলিউডের রোম্যান্টিক বয় সালমান খান মানেই নতুন নতুন মুখোরোচক খবর। আর এবার সেক্স সিম্বল সানিকে নিয়ে খবরের শিরোনাম হলেন তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সানি লিওনকে শাড়ি পরানো শিখিয়ে দিয়ে আবারো আলোচনায় মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর সালমান।
গত বৃহস্পতিবার বসেছিল স্টার গিল্ড অ্যাওয়ার্ডের আসর। এতে উপস্থাপক হিসেবে ছিলেন সালমান। আর সেই অনুষ্ঠানের মঞ্চে কীভাবে শাড়ি সামলাতে হয় ও সুন্দর করে শাড়ি পরতে হয় সেই সম্পর্কে সানি লিওনকে পরামর্শ দিয়েছেন তিনি।
এমনকি, মঞ্চের মধ্যে সবার সামনেই নিজ হাতে সানিকে শাড়ি পরিয়েও দেন এই সুপারস্টার।