ভালোবাসা দিবস উপলক্ষে আকর্ষণীয় ও মনোমুঙ্কর মিউজিক ভিডিও নির্মাণ হলো। ইমরান ও নওমীর গাওয়া 'আনমনা' শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাখাওয়াৎ মানিক। গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। সম্প্রতি লাঙ্ তারকা সামিয়া ও মডেল-অভিনয়শিল্পী রিপন ব্যয়বহুল এই মিউজিক ভিডিওটিতে পারফর্ম করেছেন। রুদ্র মাহফুজের ভাবনায় সাভার গলফ ক্লাব, মানিকগঞ্জের জমিদার বাড়ি, মিরপুর ডিওএইচএস, গুলশান, বারিধারা ও উত্তরাসহ বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। রিপন-সামিয়া বাদেও মিউজিক ভিডিওটিতে আরও পারফর্ম করেছেন ইমরান ও নওমী। আসছে ভালোবাসা দিবসে মিউজিক ভিডিওটি ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
গানটির কোনো অডিও সংস্কার বাণিজ্যিক চিন্তা থেকে কখনোই প্রকাশ করা হবে না, তাই বাংলাদেশে এমন ভাবনা থেকে এটাই প্রথম কোনো গান।