বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো গতকাল। শনিবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। এসএ টিভির অনুষ্ঠানপ্রধান জিনাত জেরিন আলতাফ জানান, বর্ষপূর্তি উপলক্ষে চ্যানেলটিতে থাকছে সাত দিনের আয়োজন। থাকছে বিশেষ নাটক, সরাসরি সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, গেম শো, শিশুতোষ অনুষ্ঠান প্রভৃতি। আজ সকাল ১০টায় 'এসএ টিভির লাইভ প্রোগ্রাম'-এ অংশ নেবেন আবদুল জব্বার, আবিদা সুলতানা, রফিকুল আলম, ফেরদৌস আরা, রবি চৌধুরী, রুমানা ইসলাম, মং, নন্দিতা ও জুয়েল। 'সন্ধ্যার মেঘমালা' অনুষ্ঠানে থাকবেন সামিনা চৌধুরী। রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক 'আজরাইল'। রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। এরপর 'হিমালয় থেকে সৈকতে' অনুষ্ঠানে গাইবেন রবি চৌধুরী, আবিদা সুলতানা, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, রফিকুল আলম, শাকিলা জাফর, কনা ও আলম আরা মিনু। রাত ১১টায় দেখানো হবে এসএ টিভির জয়যাত্রা। আগামী দু'দিনও বিশেষ অনুষ্ঠান রয়েছে।