শনিবার পুবাইলে ঈশিতা তার লেখা দশম এবং নির্দেশিত এগারোতম নাটক 'নীলসন্ধ্যা'র কাজ শেষ করলেন। এ নাটকে এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করেছেন তরুণ অভিনেত্রী ভাবনা। নাটকে 'সন্ধ্যা' চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভাবনা প্রসঙ্গে ঈশিতা বলেন, 'ভাবনা তার ব্যবহার এবং সময়ের ব্যাপারে এতটা সচেতন যে রীতিমতো আমাকে মুগ্ধ করেছে। অভিনয়েও ভাবনা অনেক ভালো।' ভাবনা বলেন, 'সুইট একজন ডিরেক্টর ঈশিতা আপু। তার সঙ্গে কাজ করে আমি মুগ্ধ।'