নাম ডেয়ান জনসন। তবে রক বললে তাকে চিনতে আর দেরী হয় না কারও। একাধারে রেসলার, আবার হলিউড তারকা। সাবেক ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এই রেসলার সম্প্রতি একটি ফোর্ড এজ গাড়ি উপহার দিয়েছেন তার গৃহপরিচারিকা ইসপারাঞ্জাকে।
তিনি টুইটারে লিখেছেন, ''১০ বছর ইসপারাঞ্জা তার বাড়িতে কাজ করছে। সে অনেকটা পরিবারের সদস্যের মতোই হয়ে গেছে। একজন মা যেমন একটা পরিবারকে আগলে রাখেন, ইসপারাঞ্জা এই ১০ টা বছর ঠিক তেমনই আগলে রেখেছে আমার পরিবারকে। তাই শুধু তাকে চমকে দিতেই এই উপহার। এটা দিয়ে বোঝাতে চেয়েছি ইসপারাঞ্জাকে আমরা কতটা ভালবাসি।'' সূত্র: এশিয়ান মেইল