ক্যান্সারকে জয় করেছেন, তাই ক্যান্সার আক্রান্তের পাশে দাঁড়াতে পিছপা হন না মৃত্যুঞ্জয়ী যুবরাজ সিং। সম্প্রতি তাকে দেখা গেছে ইমরান হাসমির ছেলের পাশে।
ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছিল ইমরানের ছেলে অয়নের কিডনিতে। ১৫ জানুয়ারি হিন্দুজা হাসপাতালে সফল অস্ত্রপচারের মাধ্যমে টিউমার বাদ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে।
২০১২ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে যুবরাজের। বিদেশে চিকিৎসার পর এখন সম্পূর্ণ সুস্থ তিনি। অয়নের অসুস্থতার খবর পেয়ে পাশে দাঁড়ালেন যুবরাজ। পরামর্শ দিলেন তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর।
এদিকে, অয়নকে কেমোথেরাপির জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ইমরান।