সুচিত্রা সেন রেট্রোস্পেক্টিভ
বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। 'রেট্রোস্পেক্টিভ : দ্য লিজেন্ডারি ফিল্ম অ্যাকট্রেস, লেট সুচিত্রা সেন' শীর্ষক এই আয়োজনে তিন দিনে প্রদর্শিত হবে ছয়টি চলচ্চিত্র। গতকাল সন্ধ্যায় প্রথম দিনে তার জীবনী নিয়ে আলোচনা করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা-নির্মাতা সৈয়দ হাসান ইমাম ও নায়করাজ রাজ্জাক। আলোচনা শেষে দেখানো হয় সুচিত্রা সেন ও উত্তম কুমার অভিনীত 'সপ্তপদী'। আজ সকাল ১০টায় 'উত্তর ফাল্গুনী', বিকাল ৪টায় 'সাত পাকে বাঁধা' ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে 'অাঁধি'। আগামীকাল সকাল সাড়ে ১০টায় 'দেবদাস' ও বিকাল ৩টায় রয়েছে 'পথে হলো দেরী'।
শিল্পকলায় লাইফ ইজ বিউটিফুল
আজ নিথর মাহবুবের একক মূকাভিনয় 'লাইফ ইজ বিউটিফুল'র প্রদর্শনীর আয়োজন করেছে মাইম আর্ট। বাংলাদেশ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬.৩০টায় এই প্রদর্শনী হবে। দেশের সামাজিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, বেকারত্ব থেকে মুক্তির উপায়, ইভ টিজিং ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এই পরিবেশনা সাজানো হয়েছে। শিল্পী নিজেই এটি রচনা করে নির্দেশনা দিয়েছেন। এক ঘণ্টার এই নির্বাক উপস্থাপনায় উঠে এসেছে আজকের বাংলাদেশের তরুণ সমাজের সমস্যা, উঠে এসেছে শৈশবের স্মৃতিকাতরতা, বেকারত্ব থেকে মুক্তির উপায়, মানসিক শক্তির বলে পতন থেকে সাফল্যের পথে উঠে আসাসহ সামাজিক নানা অসঙ্গতি। সর্বোপরি সব বাধা-বিপত্তিকে অতিক্রম করে লক্ষ্যভেদী ও স্বপ্নবিলাসী এক যুবকের বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তিকে নিয়ে জীবনমুখী পথ চলাই 'লাইফ ইজ বিউটিফুল'।
প্রবাসী শিল্পী এ. রহমানের একক চিত্রকলা প্রদর্শনী
বেঙ্গল শিল্পালয়ে চলছে রোম প্রবাসী শিল্পী এ. রহমানের 'নির্ভার জগৎ' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। গত ১৮ জানুয়ারি দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৭০টি। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে এই প্রদর্শনী।
পদাতিকের ৩৬ বছর পূর্তি উদযাপন
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ২১ জানুয়ারি প্রতিষ্ঠার ৩৬ বছর উদযাপন করেছে শীর্ষস্থানীয় নাট্যদল পদাতিক নাট্য সংসদ। ওইদিন বিকাল সাড়ে ৪টায় টিএসসি থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজনের।
শোভাযাত্রাটি টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার টিএসসি'তে এসে শেষ হয়। এরপর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যদলটির আজীবন সম্মানিত সদস্য ও দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক। আলোচনা সভা শেষে উইলিয়াম শেকসপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত এবং সুদীপ চক্রবর্তী নির্দেশিত 'ম্যাকবেথ' নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
বেঙ্গল ফাউন্ডেশনের অডিও সিডি 'বসন্ত বাতাসে' ও 'কোন কালে তোর হবে দিশে'
বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে চন্দনা মজুমদারের একক অ্যালবাম 'বসন্ত বাতাসে' ও কিরণ চন্দ্র রায়ের অ্যালবাম 'কোন কালে তোর হবে দিশে'। এর মধ্যে চন্দনা মজুমদারের অ্যালবামটি সাজানো হয়েছে শাহ আবদুল করিমের গান দিয়ে এবং কিরন চন্দ রায়ের অ্যালবামটি সাজানো হয়েছে লালনের গান দিয়ে।
গত ১৫ জানুয়ারি বেঙ্গল শিল্পালয়ে সিডি দুটির মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। মোড়ক উন্মোচন শেষে শিল্পীদ্বয় স্বকণ্ঠে সংগীত পরিবেশন করেন।
মঞ্চস্থ হলো 'রক্তকরবী'
১৯ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হলো 'রক্তকরবী'র ১১১তম মঞ্চায়ন।
নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন আতাউর রহমান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আতাউর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী, মাহফুজ রিজভি, লুৎফর রহমান, চন্দা শবনম, সরদার হারুনুর রশিদ প্রমুখ। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাইফুল ইসলাম। সংগীত পরিচালনায় ছিলেন আল আজাদ।