আজ নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলুর জন্মদিন। এর আগের বেশ কয়েকটি জন্মদিনে নাটকের শুটিং থাকায় ইউনিটের সবার সঙ্গেই জন্মদিন পালন করেছেন গুণী এ পরিচালক। তবে এবার পরিবারের সদস্যদের সঙ্গেই তার জন্মদিনটি কাটাবেন বলে জানিয়েছেন। লাভলু বলেন, 'শুটিং নেই। তাই জন্মদিন এবার পরিবারের সদস্যদের সঙ্গেই কাটবে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।' কুষ্টিয়া শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরের 'জুগিয়া' গ্রামে সালাহ উদ্দিন লাভলুর জন্ম। আবদুল্লাহ ইউসুফ ইমাম পরিচালিত 'দিন রাত্রির খেলা' নাটকে তিনি প্রথম অভিনয় করেন। টেলিভিশনে লাভলুর প্রথম পরিচালিত নাটক মাসুম রেজার রচনায় 'কৈতব'।