ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। গতকাল দুপুরে তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, মুম্বাইয়ের জুহুতে একটি পাঁচ তারকা হোটেলে ফারাহ খান পরিচালিত 'হ্যাপি নিউ ইয়ার' ছবির শুটিং করার সময় হঠাৎ একটি দরজা তার ওপর পড়ে যায়। এতে তিনি বেশ আহত হন। পরে তাকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এ ঘটনার পর শাহরুখ খানের অফিসিয়াল সাইডে ও টুইটারে বলা হয়েছে, শাহরুখ খান বর্তমানে ভালো আছেন। এ ছাড়া যারা তার জন্য শুভ কামনা করেছেন তাদের ধন্যবাদ জানানো হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে আছেন তিনি। সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন।