নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার হয়েছেন কানাডিয়ান পপ তারকা জ্যাস্টিন বিবার। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মিয়ামি পুলিশ।
পুলিশ আরও জানায়, বিবার আজ হলুদ রঙের একটি গাড়ি চালাচ্ছিলেন। পেছনে থাকা লাল রঙের একটি ফেরারি থেকে অন্য একজন চালককেও গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী সম্প্রতি পুলিশের সঙ্গে বেশ কয়েকটি ঝামেলায় জড়িয়েছেন।