কাজ অনেক হয়েছে। বিয়ের পর বছর গড়িয়ে গেছে। সিডিউলের টানাপোড়েনে স্ত্রীকে নিয়ে হানিমুনটা করা হয়নি ব্যস্ত চলচ্চিত্র নির্মাতা মুহিত সুরীর। মনে কষ্ট থাকলেও শোবিজের সঙ্গে নিজের সখ্যতার কারণে স্বামীর ব্যস্ততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি বলিউড নায়িকা উদিতা। তাতে কি? স্ত্রীর চোখের ভাষা পড়তে অসুবিধা হয়নি নির্মাতার। তাই সব পেছনে ফেলে এবার স্ত্রীকে একটি কাজমুক্ত ভালবাসার সপ্তাহ উপহার দিতে চান মুহিত। আর সেটি হবে পরিচিত গণ্ডি ছাড়িয়ে নয়নাভিরাম শ্বেতহস্তির দেশ থাইল্যান্ডে। সাতটি দিন হবে শুধুই মুহিত আর উদিতার। মুহিত-উদিতা দম্পতির একান্ত ঘনিষ্টজনরা এমন তথ্যই জানিয়েছেন। এ সপ্তাহ শেষেই থাইল্যাণ্ডের পথে উড়াল দেবে এ জুটি।
গত বছর ২৯ জানুয়ারি বিবাহের বন্ধনে আবদ্ধ হন মুহিত-উদিতা। কিন্তু ঠিক সেই সময়টাতেই বছরের আলোচিত 'আশিকি-২' ছবির কাজটি মুহিতের হাতে। এছাড়া ভিলেন ছবির পূর্বপ্রস্তুতির কাজটিও সারতে হচ্ছে। তাই বিয়ের পরবর্তী সময়টা নিরসই কেটেছে মুহিত-উদিতা দম্পতির। ইচ্ছা থাকলেও যাওয়া হয়নি কোথাও। এবার সেই ক্ষতিটা স্ত্রীকে পুষিয়ে দিতেই কি মুহিতের এ পরিকল্পনা? সূত্র: এনডিটিভি