নতুন অ্যালবাম করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আর তার এই অ্যালবামটি একই দিনে বাজারে আসবে ঢাকা ও কলকাতা থেকে। ঢাকা থেকে অ্যালবামটি প্রকাশ করবে সিডি চয়েস আর কলকাতা থেকে আশা অডিও। অ্যালবামের নাম রাখা হয়েছে 'প্রিয় অনুভবে'। অ্যালবামের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানা গেছে। তবে অ্যালবামের প্রকাশনায় একটু ঝামেলা হয়েছে। কুমার বিশ্বজিৎ ভেবেছিলেন, তার ২৮ নম্বর একক অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন ভালোবাসা দিবসে। কিন্তু তা আর হচ্ছে না। সমপ্রতি লন্ডনের অনুষ্ঠানে গান করতে যাওয়া আর সেখান থেকে ফেরার পর মায়ের অসুস্থতার জন্য কুমার বিশ্বজিতের অ্যালবামের কাজ একটু পিছিয়ে গেছে। তাই প্রকাশনার নতুন তারিখ এখনো ঠিক হয়নি। তবে ঠিক হয়ে গেছে প্রকাশনার ব্যানার।
কুমার বিশ্বজিৎ বলেন, 'তাড়াহুড়ো করতে চাইছি না। ভালো কাজ তো সময় নিয়েই করতে হয়। তাড়াহুড়ো করলে হয়তো ভালোবাসা দিবসেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু আমি ওয়েট করছি ধীরে সুস্থে সব গুছিয়ে নেওয়ার জন্য। তবে পহেলা বৈশাখের আগেই প্রিয় অনুভব শ্রোতাদের হাতে দিতে পারব। সেভাবেই এগোচ্ছি।'
১৯৯৫ সালে সুচিত্রা সেনকে নিয়ে গান করেছিলেন তিনি। গানটির শিরোনাম 'অগোছালো ভাবনা'। এর বছর তিনেক পর লন্ডনের এক অনুষ্ঠানে মুনমুন সেনের সঙ্গে দেখা হয়েছিল কুমার বিশ্বজিতের। মুনমুন সেনের হাত দিয়ে সুচিত্রা সেনের কাছে গানটি পাঠিয়েছিলেন তিনি। গানটির গীতিকার ডা. সালাউদ্দিন সজল, সুরকার আলী আকবর রুপু। প্রিয় অনুভব অ্যালবামে থাকছে গানটি।
কুমার বিশ্বজিৎ জানান, অডিও সিডির আগেই প্রিয় অনুভব অ্যালবামের গানগুলো একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে শোনা যাবে। তবে এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।