ইন্তেখাব দিনার ও বিজরী বরকত উল্লাহ এখন শুধু সহশিল্পীই নন, জীবনের সহযাত্রীও। এই দম্পতি এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকেও তারা স্বামী-স্ত্রী। তুহিন হোসেনের পরিচালনায় 'আমার একুশ' নাটকে তাদের দেখা যাবে। দিনার বলেন, 'আমাদের বিয়ে হয়েছে প্রায় নয় মাস। বিজরীকে পেয়ে আমি শতভাগ সুখী। অভিনয়ে আসার আগে থেকেই আমি তার অভিনয়ের ভীষণ ভক্ত। মুগ্ধতা এখনো অটুট আছে।' বিজরী বলেন, 'মানুষ হিসেবে দিনার সুন্দর মনের। জীবনসঙ্গী হিসেবে সে যেমন ভালো, সহশিল্পী হিসেবেও।'