এক সময়ের ফ্যাশন মডেল ও টিভি অভিনেতা পল্লবসহ সাতজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, শনিবার গভীর রাতে রামপুরার কুঞ্জবন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, আটকদের মধ্যে অভিনেতা পল্লবও আছেন। তাদের রামপুরা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।