বলিউডের সুপার হিরো সালমান খানের ভক্তের অভাব নেই। সাল্লুর মুভি মানে হিট মুভি। আর ভক্তদের ভালোবাসায় আপ্লুত সালমান শেষমেষ খুলে ফেললেন একটি ওয়েবসাইট। তবে এ সাইটটি কিন্তু মুভি রিলেটেড নয়। বরং এটি মানুষকে দেবে কাজের সন্ধান। যোগ্যতা ও পছন্দ অনুযায়ী কাজ পেতে সহায়তার জন্যই সাইটটি।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের নতুন ছবি 'কিক'। এই মুভির প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে দিন কাটছে বলিউডের এই দাবাং খানের। এরিমধ্যে ভক্তদের কথা মনে করে ট্যুইটারে নিজেই জানিয়েছেন ওয়েবসাইটটির কথা।
জানা যায়, সালমান খান জানিয়েছেন, নিজের স্বেচ্ছাসেবী সংস্থা 'বিয়িং হিউম্যান'–এর সঙ্গে সমন্বয় গড়ে তিনি সাইটটি খুলছেন। ট্যুইটারে লিখেছেন, কাজের খোঁজ পেতে সাইটটিকে কাজে লাগান। সাইটটি হল http://beinghumanworkshop.com#Beinghumanjobs। যারা কাজ খুঁজছেন, তাদের যেন কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, সেজন্য আমার বন্ধুদের সঙ্গে কথা বলেছি। তবে কাজ পেতে হলে অবশ্যই প্রয়োজনীয় যোগ্যতা থাকাটা জরুরি।