বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে চুড়ান্ত শুনানি শুরু করল গুজরাটের উচ্চ আদালত। সালমান খানকে হরিণ শিকার করে আদালতে প্রায়ই হাজির হতে হচ্ছে। সেই একই দলে এবার আমির খানের নাম।
এক দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ২০০১ তৈরি লগন সিনেমায় একটি হরিণ মারার দৃশ্য দেখানো হয়েছিল। এই শিকারের জন্য ছয় বছর পর কচ অভয়ারণ্য অভিযোগ দায়ের করে। লগন টিমের ছয় জনের বিরুদ্ধে বেআইনীভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়।
তবে আমির জানিয়েছেন, লগন সিনেমা শ্যুট হয়েছিল ২০০০ সালে, কিন্তু এত বছর পর কেন এই অভিযোগ আনা হচ্ছে? আগামী ৩০ জুন গুজরাট উচ্চ আদালতে চুড়ান্ত শুনানি হবে।