বড় ও ছোটপর্দায় নেই বহুদিন, এটা কি স্বেচ্ছা নির্বাসন?
আসলে এখন পড়াশোনা নিয়েই সময় কাটছে। আগে লেখাপড়া করে বড় হতে চাই। কারণ আম্মু বলে গেছেন শিক্ষিত এবং ভালো মানুষ হতে হবে। তাই আম্মুর কথা রাখতে সেভাবেই এগোচ্ছি।
তাহলে অভিনয়কে গুডবাই জানানো হলো?
এ মুহূর্তে তা নিশ্চিত করে বলতে পারব না। আগে পড়ালেখার পাট চুকিয়ে নেই, তারপর না হয় বিষয়টি নিয়ে ভাবব। আপাতত অভিনয়কে না। এখন শুধু এটুকুই বলতে পারি।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করলে, তাহলে মাঝেমধ্যে পর্দায় পাওয়া যাবে?
ঠিক তা নয়, এলিট মেহেদির বিজ্ঞাপন আগেও করেছি। ঈদের জন্য তারা নতুন করে কাজ করল। তাই তাদের না করতে পারিনি।
শোনা যাচ্ছে পিএ কাজলের 'অশিক্ষিত ছেলে' ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করা হবে?
না, এমন কোনো সিদ্ধান্ত নেই। এ ছাড়া আমি তো এখন আর অভিনয় করব না। তাই এ ছবিতে অভিনয়ের কোনো সম্ভাবনাও নেই।
লেখাপড়া ছাড়া বাকি সময় কাটে কীভাবে?
টিভি দেখি, বন্ধু, আব্বু এবং ভাইয়ের সঙ্গে খেলাধুলা করি। ব্যাস, এভাবেই সময় কেটে যায়। তবে সব কিছুতেই মাকে খুব মিস করি। কারণ মা সবসময় আমার চারপাশে ছায়া হয়ে থাকতেন।
আম্মু চেয়েছিলেন তুমি ডাক্তার হবে?
হ্যাঁ, এ জন্য সবার দোয়া চাই। কারণ আম্মুর সেই ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে।
আম্মু-আব্বু এবং নিজের অভিনয়ের ক্ষেত্রে তোমার চোখে সেরা কে?
অবশ্যই আম্মু, আম্মুর দক্ষ অভিনয়কে কখনো ছুঁতে পারব কিনা জানি না। তবে সবক্ষেত্রেই আম্মুর মতো হতে চাই। আম্মুর জন্য সবাই দোয়া করবেন।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছ, এখন ভাবতে কেমন লাগে?
তখন তো খুব ছোট ছিলাম, জাতীয় পুরস্কার কী তা বুঝিনি। এখন ভাবতেই অবাক লাগে। এই আমিই কি সেই অভিনয় করেছি আর জাতীয় পুরস্কারের মতো বিশাল সম্মান পেয়েছি। সত্যি, একদম বিশ্বাস হয় না।
অভিনয় ছাড়া অন্য কি ভালো লাগে?
গান গাইতে খুব ভালো লাগে। যদিও গাইতে পারি না। শেখার সময়ও নেই। কারণ পড়াশোনা আগে শেষ করতে চাই। তাই এক্ষেত্রেই এখন সবসময় দেওয়া হয়।
আবারও জানতে চাই, বড় হয়ে কী হতে চাও?
প্রথমে ভালো মানুষ হতে চাই। কারণ আম্মুর এই উপদেশ আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
* আলাউদ্দীন মাজিদ