ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন, প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক না খেলেও একটি ছেলের মাথায় ঠিকই ঘুরপাক খেত। মেধাবী সেই ছেলেটির নাম অর্ণব। পুরো নাম শায়ান চৌধুরী। তবে দর্শকরা তাকে অর্ণব নামেই চেনেন। গানের কথার কাব্যময়তা এবং হৃদয়গ্রাহী মেলোডি অর্ণবের গানের অনন্য বৈশিষ্ট। আধুনিক, ফোক, রবীন্দ্র কিংবা পপ, সব গানেই তাঁর দক্ষতা অপরিসীম। জনপ্রিয় এই শিল্পী এবং তার ব্যান্ড নিয়ে এটিএন বাংলার ঈদুল ফিতর এর বিশেষ অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান 'মিউজিক উইথ অর্ণব এন্ড ফ্রেন্ডস'।
অনুষ্ঠানে রয়েছে অর্ণব ও তাঁর দলের আলাপচারিতা, স্মৃতিকথা এবং গান। অনুষ্ঠানে অর্ণব ও তার দল গেয়েছেন তোমার জন্য, তোর জন্য, হারিয়ে গিয়েছি, রাস্তায়, ভালবাসা তারপর, সে যে বসে আছে একা একা, সৃজন ছন্দে নজরুল সংগীত সহ জনপ্রিয় সব গান। এ ছাড়া আলাপচারিতায় উঠে এসেছে বিশ্বভারতী ক্যাম্পাসে বেড়ে ওঠা অর্ণবের জীবন, গান সহ অন্যন্য বিষয়গুলো। মারিয়া নুর এর উপস্থাপনা এবং রুমানা আফরোজ এর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।