বাস্তব যুগল সাইফ আলি খান আর কারিনা কাপুর খান রুপালি পর্দায় এখনো দর্শকের মন জয় করতে পারেননি। তাই হয়তো স্বামীর সঙ্গে পর্দায় প্রেম করতে নারাজ বেবো। ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এঙ্প্রেস বলছে, সাইফ আলি খানকে নায়ক হিসেবে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন 'কাল হো না হো'-খ্যাত পরিচালক নিখিল আদভানি। এতে সাইফের বিপরীতে কারিনাকে নিতে চেয়েছিলেন। কিন্তু নিখিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কারিনা। বর্তমানে সুভাষ ঘাইয়ের সিনেমা 'হিরো'র রিমেক নিয়ে ব্যস্ত আছেন নিখিল। এরপর হাত দেবেন রোমান্টিক কমেডি ধাঁচের একটি সিনেমায়। তারপরই শুরু হবে সাইফের সিনেমার শুটিং।