বলিউডের বক্স অফিসের নায়ক 'এক ভিলেন'। মুক্তির তিন দিনেই সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে ৫০ কোটি রুপি। বিশ্লেষকরা বলছেন, মুক্তির প্রথম সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা আর রিতেশ দেশমুখ অভিনীত এই সিনেমার দখলে। ভারতের বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন, এই বছরে উইকেন্ডে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা এখন 'এক ভিলেন'। টুইটের সঙ্গে বলিউড হাঙ্গামায় প্রকাশিত একটি তালিকাও দিয়ে দেন তারান। তালিকাটি অনুসারে, জানুয়ারিতে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সিনেমা 'জয় হো'র পরের অবস্থানেই আছে সিনেমাটি। মুক্তির সঙ্গে সঙ্গে এমন সাড়া পাওয়ায় দারুণ খুশি সিনেমাটির প্রযোজনা সংস্থা বালাজি ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তানুজ গার্গ জানান, তাদের সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমাটি। আর তাতে কপাল পুড়েছে 'হামশাকালস' ছবির পরিচালকের।