এ্যাডভেঞ্চার ম্যান
এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ট্রাভেল শো 'এ্যাডভেঞ্চার ম্যান'। বাংলাদেশ এবং দেশের বাইরের দুঃসাহসিক অভিযান নিয়ে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন শিশির সালমান। ১০৪ পর্বের এ অনুষ্ঠানের পর্যায়ক্রমে উঠে আসবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, সৌন্দর্য্য।
'সিয়াম ও সুস্থতা'
রমজান মাস জুড়ে রোজাদারদের শারিরীক বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে অনুষ্ঠান 'সিয়াম ও সুস্থতা'। মুসলিম ধর্মপ্রাণ মানুষের রোজায় স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি একটি বিষয়। বাবুল আক্তারের প্রযোজনায় রমজানের প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
নাবিলার মরুর ইফতার
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রবাসীদের বসবাস। প্রবাসী বাংলাদেশী গৃহিনীদের অংশগ্রহণে নাবিলার উপস্থাপনায় আরটিভিতে প্রচার হচ্ছে ইফাদ মরুর ইফতার। আরটিভিতে প্রতিদন বিকাল ৬টা ১০ মিনিটে।
ফুটবল ম্যানিয়া
দেশজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। আর এই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এবারের বিশ্বকাপ ফুটবল আসরের সবগুলো খেলাই সরাবরি সম্প্রচার করছে জিটিভি। অনুষ্ঠাটি প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হয়।