হলিউডের বিখ্যাত পরিচালক পল মাজুরস্কি হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার লস অ্যাঞ্জেলসের সিদারস-সিনাই মেডিকেল সেন্টারে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মাজুরস্কি পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি লেখক এবং অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন। পরিচালক ও লেখক হিসেবে তিনি পাঁচবার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
মাজুরস্কি বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'বব অ্যান্ড ক্যারল অ্যান্ড টেড অ্যান্ড এলিস', 'এন আনমেরিড উইম্যান', 'এনিমিস, অ্যা লাভ স্টোরি', 'হ্যারি অ্যান্ড টন্টো'। টিভি সিরিয়ালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: 'দ্য সোপ্রানস', 'কার্ব ইউর এনথিউসিয়াজম', 'ওয়ানস অ্যান্ড অ্যাগেইন'।