মাদকদ্রব্য ব্যবহারের অপরাধে ‘আয়রন ম্যান’ খ্যাত অভিনেতা জুনিয়র রবার্ট ডাউনির ছেলে ইন্ডিয়ো ডাউনি গ্রেপ্তার হলেন।
রবার্ট এবং তার সাবেক স্ত্রী ডেবোরা ফ্যালকনারকে তাদের ছেলের জন্য গত রবিবার ওয়েস্ট হলিউডের পুলিশ স্টেশনে হাজিরা দিতে হয়েছিল।
২০ বছরের ইন্ডিয়োকে পুলিশ ড্রাগ নিতে দেখে রাস্তার মাঝে তার গাড়িতে এবং তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে অবশ্য ১০.২৫০ ডলার টাকা দিয়ে জামিন পেয়ে যান ডাউনির ছেলে।
এ প্রসঙ্গে উল্লেখ্য হলিউডের আয়রন ম্যান নিজে বহু বছর ড্রাগের নেশায় আটকে ছিলেন। কিন্তু তার দীর্ঘ প্রচেষ্টার ফলে তিনি এ নেশা ছেড়ে হলিউডে তার সফল কেরিয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন।
বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে, ডাউনি তার ছেলের ড্রাগের নেশা ছাড়ানোর জন্য কাউন্সেলিং করানোর সিদ্ধান্ত নিচ্ছেন তার সাবেক স্ত্রীর সঙ্গে। তাই ছেলের একই পরিণতি দেখে স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত এ অভিনেতা। যদিও সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি।
- See more at: http://www.dhakatimes24.com/2014/07/02/29413#sthash.IqVdsxGq.dpuf
মাদকদ্রব্য ব্যবহারের অপরাধে 'আয়রন ম্যান' খ্যাত অভিনেতা জুনিয়র রবার্ট ডাউনির ছেলে ইন্ডিয়ো ডাউনি গ্রেপ্তার হলেন।
রবার্ট এবং তার সাবেক স্ত্রী ডেবোরা ফ্যালকনারকে তাদের ছেলের জন্য গত রবিবার ওয়েস্ট হলিউডের পুলিশ স্টেশনে হাজিরা দিতে হয়েছিল।
২০ বছরের ইন্ডিয়োকে পুলিশ ড্রাগ নিতে দেখে রাস্তার মাঝে তার গাড়িতে এবং তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে অবশ্য ১০.২৫০ ডলার টাকা দিয়ে জামিন পেয়ে যান ডাউনির ছেলে।
এ প্রসঙ্গে উল্লেখ্য হলিউডের আয়রন ম্যান নিজে বহু বছর ড্রাগের নেশায় আটকে ছিলেন। কিন্তু তার দীর্ঘ প্রচেষ্টার ফলে তিনি এ নেশা ছেড়ে হলিউডে তার সফল কেরিয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন।
বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে, ডাউনি তার ছেলের ড্রাগের নেশা ছাড়ানোর জন্য কাউন্সেলিং করানোর সিদ্ধান্ত নিচ্ছেন তার সাবেক স্ত্রীর সঙ্গে। তাই ছেলের একই পরিণতি দেখে স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত এ অভিনেতা। যদিও সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি।