বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) গঠনের পর থেকে নানা সময়ে নানাভাবে ছোট-বড় ব্যান্ডদলগুলো স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে কাজ করে আসছিল এই সংগঠনটি। কিন্তু কিছু দিন আগে বামবা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। আর এই নিয়ে ভক্তদের মনে জন্ম নিয়েছিল নানা প্রশ্নের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত ১১ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে একসঙ্গে মিলিত হন এলআরবিসহ বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)-এর সব সদস্য। সেখানে দীর্ঘ সময় আলোচনা শেষে নিজেদের মধ্যে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝির অবসান ঘটান তারা। আর এই বিষয়টি নিয়ে বামবা সভাপতি হামিন আহমেদ বলেছিলেন, এলআরবি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। কিছুদিন আগে বামবা থেকে সদস্যপদ প্রত্যাহারের আবেদন করলেও সেই আবেদনে আমি স্বাক্ষর করিনি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, তা আমরা সামনাসামনি বসে সমাধান করেছি। আগের ঝামেলার সব এখন অতীত। আমরা একসঙ্গে ছিলাম একসঙ্গেই আছি। আর এই নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, আমাদের সবারই বয়স হয়েছে। হামিন ভাই, বাবু ভাই, টিপু সবাই মিটিংয়ে যেতে আমাকে ফোন করেন। তা ছাড়া আমি বামবার ফাউন্ডার সদস্য। সেই দায়িত্ব থেকে এবং সবকিছু মিলে বলতে চাই, আমাদের নিজেদের মধ্যে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝির সমাধান আমরা করে ফেলেছি। আর ব্যান্ড মিউজিক শ্রোতাদের জন্য বলতে চাই, অল ইজ ওয়েল। এই শিল্পকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।'
তার পরই শুরু হয় বামবার নতুন করে কার্যক্রম। রোজার ঈদ উপলক্ষে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) তিন দিনের কনসার্ট আয়োজন করেছিল। এটি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। এই রক উৎসবে সংগীত পরিবেশন করেছে ২৪টি ব্যান্ড। তাদের মধ্যে রয়েছে সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, নগরবাউল, মাইলস, এলআরবি, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, ওয়ারফেজ, দলছুট, প্রমিথিউস, অর্থহীন, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, মেটাল মেইজ, পাওয়ার সার্জ, মেকানিঙ্, নেমেসিস, আরবো ভাইরাস, রেডিও অ্যাক্টিভ, বেদুঈন, নাগরিক, দৃক ও ডার্ক।
উৎসব শেষে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, বামবা বিভিন্ন সময়ে বরাবরই কনসার্ট আয়োজন করেছে। এলআরবিকে নিয়ে একটু নতুনভাবে এবার আমরা দর্শকদের সামনে উপস্থিত হয়েছি। তবে ঈদে এবারই প্রথম আমরা রক উৎসবের আয়োজন করছি। কারণ ঈদ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে রং ছড়িয়ে দিতেই বামবার এই আয়োজন। সামনে আমাদের আরও বেশ কিছু রক উৎসবের প্ল্যান আছে।