সম্প্রতি রাবিনা টেন্ডন বলিউডের দেহব্যবসা নিয়ে এক ভয়ানক সত্যি কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, কেরিয়ারের প্রথম দিকে তিনি নাকি 'কলগার্ল' হওয়ার অফার পেয়েছিলেন।
এক সাক্ষাৎকারে রাবিনা নিজেই এই কথা জানিয়েছেন। শ্বেতার প্রসঙ্গে কথা বলার সময়েই নিজের জীবনের এই সত্যির উদঘাটন করেন রাবিনা। তিনি জানান, ১৯৯৫ সালে একটি ছবিতে শ্যুটিং করার সময় একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে। ওই মহিলা সরাসরি রবিনাকে কলগার্ল হওয়ার অফার দেয়।
রাবিনা বলেন, সেদিনের কথা নাকি আজও তাঁর স্পষ্ট মনে রয়েছে। মহিলার কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন তিনি। ওই মহিলা রাবিনাকে তখন বলেছিল বলিউডের অন্য অভিনেত্রীরাও এই ধরণের কাজ করেন এতে নাকি খারাপ কিছুই নেই। এই কথা শুনে আরও রেগে যান তিনি। রাবিনা জানান, মহিলার সঙ্গে তার মেয়ে ছিল বলেই সেদিন মহিলাকে স্রেফ চলে যেতে বলেছিলেন তিনি না হলে হয়ত মহিলার উপর হাত তুলতে বাধ্য হতেন তিনি।