ফারহা খানের ওম শান্তি ওম সিনেমায় সিক্স প্যাক অ্যাবস দেখিয়ে জনপ্রিয়তা কুড়ানোর একটা উপায় বাতলে দিয়েছিলেন শাহরুখ খান। বলিউডের কিং খানের দেখানো পথেই গোটা দেশের ছেলেদের ফিজিক্যাল স্মার্ট হওয়ার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিল সিক্স প্যাক অ্যাবস। দেশের বেশিরভাগ জিম তো সিক্স প্যাক অ্যাব পাওয়ার জন্য দামি প্যাকেজের ব্যবস্থাও করা হয়েছিল। সাত বছর পর পর্দায় ফিরছে ফারহা খান-শাহরুখ খান যুগলবন্দী।
খবরটা অনেক দিন ধনেই মিডিয়াকে কাঁপাচ্ছিলেন। ফারহা খান-শাহরুখ খান যুগলবন্দী মানেই কিছু একটা নতুন। আর এই নতুনের দিকে তাকিয়ে আছে অনেক দর্শক। এখন দর্শকদের জন্য নতুন খবর হচ্ছে এবার শাহরুখ ফিরছেন সেই প্যাক নিয়ে। সিক্স নয়, এবার এইট প্যাক অ্যাবসে দেখা যাবে শাহরুখকে। হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যাবে শাহরুখের এইট প্যাক অ্যাবস। মুম্বইয়ের এক স্টুডিওতে কদিন আগে সিনেমার প্রথম দৃশ্যের শ্যুটিং হয়। শাহরুখ খানের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, এই ক মাসে এইট প্যাক অ্যাবস-এর জন্য ট্রেনারকে নিজে খুব পরিশ্রম করেন কিং খান।
সম্প্রতি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, 'অভিনয়ের ব্যাপারে আমি কোনো প্রকার ছাড় দিতে রাজি নয়। অভিনয়ের জন্য আমার যা করা দরকার আমি তাই করব।
আগামী ২৪ অক্টোবর এই সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাবে। শাহরুখ খান ছাড়া এই সিনেমায় আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, জ্যাকি শ্রফ।