টার্মিনেটর খ্যাত হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার পা রাখতে যাচ্ছেন ভারতে। সোনি মিউজিক ইন্ডিয়া প্রকাশিত এক ইউটিউব ভিডিওতে এ কথা জানিয়েছেন আর্নল্ড নিজেই। দক্ষিণের পরিচালক শঙ্করের 'আই' সিনেমার মিউজিক রিলিজ অনুষ্ঠানে ১৫ সেপ্টেম্বর চেন্নাইতে আসছেন 'মিস্টার এক্সপ্যান্ডেবল'। সিনেমাটির সুরকার এ আর রহমান। ভিডিও বার্তায় আর্নল্ড বলছেন, হ্যালো ইন্ডিয়া। 'আই'য়ের পরিচালক শঙ্করকে ধন্যবাদ। আমি নিজে সিনেমাটি দেখেছি, সিনেমায় দুর্দান্ত স্পেশাল অ্যাফেক্ট ব্যবহার করা হয়েছে যা দেখে আমি অভিভূত। আমি আসছি 'আই'য়ের মিউজিক লঞ্চে। অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। গত দুই বছর ধরে বহু যত্ন করে 'আই' বানিয়েছেন পরিচালক শঙ্কর। সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণের নায়ক বিক্রম।