টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে গায়িকা ও অভিনেত্রী রিহান্নার প্রেমের গুজব বেশ জোরালো হচ্ছে। এবার শোনা যাচ্ছে, টাইটানিক খ্যাত এই অভিনেতার বাড়িতে নাকি তারা দু'জন কয়েকদিন ধরে একত্রে বেশ অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। ফিমেলফার্স্ট.সিও.ইউকে নামে একটি ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে আজ একথা জানিয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র
৪০ বছর বয়সী ডিক্যাপ্রিওর সঙ্গে বার্বাডোজে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী রিহান্নার প্রেম দিন দিন গতি পাচ্ছে। একটি সূত্রকে উদ্ধৃত করে ওয়েবসাইটটি একথা জানায়। ব্রিটিশ পত্রিকা দ্য সানও সূত্রটিকে উদ্ধৃত করে জানায়, মনে হচ্ছে যেন রিহান্না প্রায়োগিক অর্থেই ডিক্যাপ্রিওর প্রেমে পড়েছেন।
ডিক্যাপ্রিও ও রিহান্নার প্রেম নিয়ে প্রথম গুজব ছড়ায় গত ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে। তবে গুজব ছাড়িয়ে তাদের প্রেম এখন দিন দিন বেশ শক্তিশালী হচ্ছে।
আগামী মাসে বার্বাডোজে রিহান্নার একজন কাজিনের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ডিক্যাপ্রিওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বলে এই গায়িকা নিজে জানিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পর তারা দু'জন একত্রে একটি ইয়াচে কয়েকদিন কাটাবেন বলেও সূত্রটি জানায়।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ২০১৫/শরীফ