'মহেনজোদারো' ছবির শুরুর দৃশ্যে নগ্ন হয়ে হাজির হবেন হৃত্বিক রোশন এমন তথ্যই প্রকাশিত হয়েছে। অবশ্য কাপড়ে আব্রু ঢেকেই নাকি ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।'পিকে' ছবিতে প্রায় নগ্ন আমির খানকে দেখে অাঁতকে উঠেছিলেন অনেক দর্শক। এবার নাকি তার পথেই হাঁটতে যাচ্ছেন হৃত্বিক রোশন। শোনা যাচ্ছে, 'মহেনজোদারো' ছবির শুরুর দৃশ্যে নগ্ন হয়ে হাজির হবেন হৃত্বিক। গত বছরের আলোচিত ছবি 'পিকে'। ছবি মুক্তির আগে আমির খানের প্রায় নগ্ন পোস্টার প্রকাশিত হওয়ার পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে বলিউডে। অশ্লীলতার অভিযোগে আমিরের বিরুদ্ধে মামলাও হয়। তবে শেষ পর্যন্ত 'পিকে' ছবিতে ঠিকই নগ্ন আমিরকে দেখা যায়। ছবির দৃশ্যে কেবল পুরনো একটি ট্রানজিস্টরে আব্রু ঢেকে রাখতে দেখা যায় তাকে।