এই প্রথমবারের মতো শফিক তুহিনের সংগীত পরিচালনায় নাটকের একটি টাইটেল গানে কণ্ঠ দিলেন চন্দনা মজুদার। জুয়েল মুহাম্মদের কথায় 'কুয়াশার ফুল' শিরোনামের নাটকে থাকছে এই গানটি। নাটকটি আজ চ্যানেল আইয়ে প্রচার হবে। গানটিতে চন্দনা মজুদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাহাঙ্গীর সাঈদ। গানটির কথা হচ্ছে 'আমি কি করে বলিব তারে, আমি যে কুয়াশার ফুল, জীবনের সবই ভুল।' নাটকে সংগীত পরিচালনা প্রসঙ্গে শফিক তুহিন বলেন, অনেক ভালো লাগছে চন্দনা মজুদারের মতো একজন গুণী শিল্পী আমার পরিচালনায় গান গাইলেন। এটি চন্দনা আমার সঙ্গে আমার প্রথম কাজ। এ ছাড়া এই গানে চন্দনা আপার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আমার বড় ভাই জাহাঙ্গীর সাঈদ। আশা করছি গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।