বলিউডে আবার ঋতুপর্ণা সেনগুপ্ত। নারীকেন্দ্রিক ছবি 'এক বার ফির কহো'তে দেখা মিলবে তার। টলিগঞ্জে চুটিয়ে কাজ করার সঙ্গে মাঝে মধ্যেই বলিউডেও কাজ করে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এখনই ডাব করছেন 'তেরে আনে সে' ছবির জন্য। এ ছবিতে তার বিপরীতে আছেন পূরব কোহলি। আর সে ছবির কাজ শেষ হতে না হতেই ফের বলিউডের নতুন ছবিতে ডাক এল তার। এবার রাজন লেলপুরির ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ছবি নারীকেন্দ্রিক। টলিউডের বেশ কয়েক বছর থেকে নারীপ্রধান ছবিতেই অভিনয় করে চলেছেন তিনি। কাজের সেই ধারা বজায় রাখলেন বলিউডেও। ছবির সংগীত পরিচালনার ভার বাপি লাহিড়ির ওপর। তিনিই ফোন করে ঋতুপর্ণাকে এ ছবির কথা বলেন। চিত্রনাট্য পড়ে খুশি নায়িকা রাজি হয়ে যান ছবিতে কাজ করতে। ছবিতে তাকে দেখা যাবে এক মন্ত্রীর প্রাক্তন স্ত্রী হিসেবে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর যে আবার ফিরতে চাইবে জীবনের মূলস্রোতে। সেখানেই তার জীবনে আসবে আর এক পুরুষ। এরকমই এক পরিণত প্রেমের গল্পে বলিউডে দেখা যাবে টলিপাড়ার ১ নম্বর নাড়িকাকে। এ ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দুই পুরুষ চরিত্রে দেখা যাবে রাহুল দেব ও পুষ্কর যোগকে। পরিচালক জানিয়েছেন, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।